রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে মিজোরামের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাত

Published: 31 Jan 2016   Sunday   

রাঙামাটিতে সফরে আসা ভারতের মিজোরাম রাজ্যের লেজিসলেটিভ অ্যাসেম্বলির প্রতিনিধি দলটি রোববার রাঙামাটির পার্বত্য জেলা চেয়ারম্যান বৃষকেতু চাকমার সৌজন্য সাক্ষাত করেছেন।

 

সাক্ষাতকালে প্রতিনিধি দলটি রাঙামাটির বরকলের ঠেগামুখে স্থলবন্দর চালু এবং আন্তঃদেশীয় ১২৩ কিলোমিটার রাস্তা নির্মাণে দুই সরকারের উদ্যোগের বিষয়ে পরিষদ চেয়ারম্যানকে অবহিত করেন।

 

এসময় প্রতিনিধি দলটি বলেন, এ স্থল বন্দর চালু হলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে দ্বি-পক্ষীয় সম্পর্ক উন্নয়নের পাশাপাশি দুই এলাকার (মিজোরাম এবং তিন পার্বত্য জেলা) মানুষের মধ্যে আর্থ-সামাজিক সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি পর্যটনের বিপুল সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। 

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের অফিস কক্ষে সাক্ষাতকালে ভারতের মিজোরাম রাজ্যের লেজিসলেটিভ অ্যাসেম্বলির ৭ সদস্য প্রতিনিধি দলের  মধ্যে রয়েছেন মিজোরাম লেজিসলেটিভ অ্যাসেম্বলির কমিটি অন পাবলিক আন্ডারটেকিংস্ এর  চেয়ারম্যান নিহার কান্তি চাকমা এমএলএ, জে,এইচ রোথুয়ানা এমএলএ, পি,সি জোরাম সাংলিয়ানা এমএলএ, জন সিয়ামকুঙ্গা এমএলএ, ডাঃ কে, বিইচুয়া এমএলএ, প্রকৌশলী লালরিনাওমা এমএলএ, ও মিজোরাম লেজিসলেটিভ অ্যাসেম্বলির জয়েন্ট সেক্রেটারী এইচ লালরিনাওমা।

 

এছাড়া  প্রতিনিধি দলের সাথে ছিলেন চট্টগ্রামস্থ ভারতীয় হাই কমিশনের সহকারি হাই কমিশনার সোমনাথ হালদার এবং কর্মকর্তা রাশু কান্তি রক্ষিত। 

 

অপরদিকে সাক্ষাতকালে জেলা পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা, রেমলিয়ানা পাংখোয়া, মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তানভীর আজম ছিদ্দিকী এবং পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা।

 

উল্লেখ্য, শনিবার এ প্রতিনিধি দলটি জেলার বরকল উপজেলার প্রস্তাবিত ঠেগামুখ স্থল বন্দরের স্থান পরিদর্শন করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত