বরকলে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে অবহিতকরণ কর্মশালা

Published: 31 Jan 2016   Sunday   

রোববার বরকলে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ ও সম্পৃক্তকরণের লক্ষে পৃথক পৃথক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটি জেলা তথ্য অফিসের উদ্যোগে উপজেলার সুবলং ইউনিয়নের ধামাইছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন  সুবলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরুন জ্যোতি চাকমা।  বক্তব্যে রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আলপনা চাকমা জেলা পল্লী উন্নয়ন বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক সুইকাচিং মারমা জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুল ইসলাম,বরকল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি পুলিন বিহারী চাকমা। 

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন  জেলা তথ্য কর্মকর্তা কৃপাময় চাকমা।  এছাড়া  অনুষ্ঠান  ইউনিয়ন পরিষদের সদস্য সদস্যা এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ শিক্ষক ও এলাকার বিভিন্ন শ্রেণি পেশার নারী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডের ব্যাপারে চলচিত্র প্রদর্শণ করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত