বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীর দুর্গম পাহাড়ী এলাকা ২নং ওয়ার্ড ক্যাংগারবিলের এক রাবার বাগান থেকে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত স্কুল ছাত্রী মুর্শেদা বেগম (১৪)। সে পার্শ্ববর্তী রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের হাসনাকাটা গ্রামের আলী হোসেন ফকিরের মেয়ে এবং ঈদগড় উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রী। এদিকে এ ঘটনায় ফারুক হোসেন(২২) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
জানা যায়, রোববার বিকালে সময় স্থানীয় ৭/৮ জন নারী পাহাড় থেকে ফুলঝাড়– সংগ্রহ করে বাগানের ভেতর দিয়ে যাওয়ার সময় রাবার গাছের ডালে উড়না পেছানো অবস্থায় স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে এলাকাবাসীকে খরব দেন। ঘটনাটি তাৎক্ষনিক বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই আনিছুর রহমানকে মোবাইল ফোনে জানালে তিনি এ.এস.আই সোলাইমান ভূইয়া পুলিশ ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে উড়না পেছানো অবস্থায় লাশ উদ্ধার করেন। দীর্ঘ প্রেমের সুত্র ধরে প্রেমিক ফারুক হোসেনের সাথে দেখা করার জন্য ৫ কিলোমিটার পাহাড়ী পথ হেঁটে রোাবার সকাল ১০টার দিকে নিজ বাড়ী থেকে বের হয়ে যায় মুশিদা বেগম। এর পর থেকে তার আত্বীয় স্বজনরা বিভিন্ন জায়গায় খোজ খবর নিয়েও সন্ধান পাননি।
নিহত পরিবার ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নিহত মুর্শেদা বেগমের পিতা আলী হোসেন ফকির বাইশারী ইউনিয়নের ক্যাংগারবিল এলাকার অহিদুল আলম কোম্পানীর রাবার বাগানে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। সেই সুবাদে বাগানের ম্যানেজার ফারুক হোসেনের সাথে তার মেয়ের পরিচয় সুত্রে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তারা দীর্ঘ ২বছর যাবৎ একে অপরকে ভালবেসে আসছিল। এমনকি কয়েকবার মুর্শিদা বেগমকে নিয়ে অন্যত্র পালিয়েও গিয়েছিল। এ নিয়ে স্থানীয়ভাবে কয়েক দফা শালীশী বৈঠকেও হয়। কিন্তু ফারুক হোসনের পিতা মাতা উক্ত মেয়েকে কোন ভাবেই মেনে নিতে রাজী নয়।
বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৭ম শ্রেণীতে পড়ুয়া মুর্শিদা বেগম নামে এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার সুরাত হাল শেষে ময়না তদন্তের জন্য সোমবার বান্দরবান সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। উক্ত ঘটনার দায়ে প্রেমিক রাবার বাগান ম্যানেজার ফারুক হোসেনকে ঈদগাঁও এলাকা রাতে আটক করা হয়েছে। আটককৃত ফারুক হোসেন রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের বদরমোকাম গ্রামের বাসিন্দা মোঃ আলমের পুত্র।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উক্ত ঘটনায় প্রেমিক ফারুক হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.