রোয়াংছড়িতে আয়োডিন বিহীন লবণ প্রতিরোধে শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

Published: 01 Feb 2016   Monday   

সোমবার রোয়াংছড়িতে আয়োডিন বিহীন লবণ প্রতিরোধে শীর্ষক কর্মশালা (সিআইডিডি) অনুষ্ঠিত হয়েছে।

 

রোয়াংছড়িতে উপজেলা পরিষদ প্রশাসনে ব্যবস্থাপনায় বাংলাদেশ ক্ষুদ্র ও কোঠি শিল্প কর্পোরেশন সহযোগিতায় উপজেলা হলরুমে অনুষ্ঠিত  অনুষ্ঠােেন প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্যবামং মারমা।

 

বাংলাদেশ ক্ষুদ্র ও কোঠি শিল্প কর্পোরেশন প্রকল্প পরিচালক মো: আবু জামিল সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ভাইস চেয়ারম্যান ক্যসাইনু মারমা,বান্দরবান ক্ষুদ্র ও কূটির শিল্প কর্পোরেশনে ব্যবস্থাপক (বেশিক) মো: আব্দুল কাদের,দৃষ্টি সমাজ কল্যাণ প্রতিষ্ঠানে নির্বাহী পরিচালক মনিরা আক্তার.রোয়াংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স-এর কর্মকর্তা ডা: প্রসেনজিৎ ঘোষ,উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মো: কামাল হোসেন। অনুষ্ঠানে স্থানীয় সমন্বয়ক হিসেবে জলিমং মারমা, এলাকার স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় গুরু ও গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথি বলেন, আয়োডিন বিহীন লবণ প্রতিরোধে সকলে সচেতন থাকতে হবে। রোগ প্রতিরোগে রক্ষা পেতে হলে আয়োডিন লবণ ব্যবহার করতে হবে। আয়োডিন বিহীন লবণকে প্রতিরোধ করার লক্ষে সকলকে সোচ্চার হওয়া আহ্বান জানান ক্যবামং মারমা।  উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত