বান্দরবানে সোনালী ব্যাংক লিমিটেডের শীতবস্ত্র বিতরণ

Published: 02 Feb 2016   Tuesday   

বান্দরবান শাখা সোনালী ব্যাংক লিমিটেডের উদ্যোগে মঙ্গলবার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

 

সোনালী ব্যাংক জেলা শাখা অফিস কার্যালয়ে সোনালী ব্যাংক লিমিটেডের সিএসআর এর আওতায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাস, আওয়ামী লীগ নেতা রহিম চৌধুরী, সোনালী ব্যাংক লিমিটেডের বান্দরবান শাখার এজিএম মো: নাজিম উদ্দিন, জেলা শাখা ব্যবস্থাপক মো: নুরুল হক, শ্যামল তঞ্চঙ্গ্যা প্রমুখ।  এসময় দু:স্থ, অসহায় ও গরীব-দু:খী মোট ১০০ জনের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

 

জেলা শাখা ব্যবস্থাপক মো: নুরুল হক বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই এই ধরণের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত