সরকারের উন্নয়ন কাজে উদ্বুদ্ধকরণ এবং সম্পৃক্ত করতে লামা তথ্য অফিসের প্রেস ব্রিফিং

Published: 02 Feb 2016   Tuesday   

সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ এবং কার্যক্রমে সম্পৃক্তকরণের লক্ষ্যে মঙ্গলবার লামায় এক প্রেস ব্রিফিং অনুষ্ঠান আয়োজন করা হয়।

 

লামা তথ্য অফিসের উদ্যোগে তথ্য অফিস কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে করেন লামা সহকারী তথ্য অফিসার মোঃ রুহুল আমিন চৌধুরী। এসময় সাংবাদিক প্রিয়দর্শি বড়ুয়া, মুহাম্মদ কামালুদ্দিন, মোঃ কামরুজ্জামান, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোঃ তৈয়ব আলী, এস.কে খগেশপ্রতি চন্দ্র খোকন ও মোহাম্মদ শামছুদ্দোহা সহ লামায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

 

প্রেস ব্রিফিংয়ে লামা সহকারী তথ্য অফিসার মোঃ রুহুল আমিন চৌধুরী বলেন ইতিমধ্যে সরকার প্রায় সকল সেক্টরে ব্যাপক সাফল্য অর্জন করেছে সরকারের অর্জিত এ সাফল্য বিশেষ করে মানুষের অর্থনৈতিক স্বচ্ছলতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করেছে।

 

তিনি বলেন, লামা তথ্য অফিস উপজেলায় স্বাস্থ্য, শিক্ষা, টিকা, স্যানিটেশন, পরিবার পরিকল্পনা, নারী ও শিশু উন্নয়ন, নারী ক্ষমতায়ন, আত্ম ও নতুন কর্মসংস্থান, জন্ম ও মৃত্যু নিবন্ধন, যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধ, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ, বার্ডফ্লু প্রতিরোধ, এইড্স প্রতিরোধ, দুর্নীতি প্রতিরোধ, নারী ও শিশু পাচার বন্ধ, মাদকের অপব্যবহার রোধ, নারী ও শিশু বৈষম্য রোধ, তথ্য অধিকার আইন, ভোক্তা অধিকার, আসল নোট চেনার উপায়, ইউনিয়ন ও তথ্য সেবা কেন্দ্রের মানোন্নয়ন, উন্নয়ন কর্মকান্ড প্রচার এবং জনগণকে উন্নয়নকাজে উদ্বুদ্ধকরণ এবং সম্পৃক্তকরতে ও প্রচার করার জন্য এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত