অসুস্থ পাইং উ প্রু কে বাঁচাতে মানবিক সাহায্যের আবেদন

Published: 03 Feb 2016   Wednesday   

ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে এক আদিবাসী মেয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আক্রান্ত পাইং উ প্রু মারমা(১৫) ঢাকা শের-ই-বাংলা নগর ন্যাশনাল ইনস্টিটিউব অব নিউরোসায়েন্সেস হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তার অপারেশনের জন্য ৪-৫ লাখ টাকার প্রয়োজন। তার বাড়ী বান্দরবান জেলার লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের গাইন্দ্যা পাড়ায়।

 

অসুস্থ পাইং উ প্রু মার্মার পিতাঃ মং¤্রা থোয়াই মারমা কান্না জড়িত কন্ঠে জানায়, তার মেয়ে ঢাকা শের-ই-বাংলা নগর ন্যাশনাল ইনস্টিটিউব অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ডাঃ আমান উল্লা বিন সিদ্দিকের নিবিড় তত্ত্বাধানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ২০১৪ সালে এসএসসি পরীক্ষা পাস করার পর থেকে তার শরীরে বেড়ে উঠে বেশ কয়েকটি ঘাতক টিউমার।

 

 

এ টিউমার দিন দিন এখন শরীরে বেড়ে উঠতে শুরু করেছে। গত ১১ এপ্রিল ২০১৪ সালে পাইং উ প্রু কে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি করা হয়। চিকিৎসার কোন অগ্রগতি না দেখায় পরবর্তীতে ঢাকা হাসপাতালে রেফার করা হয়। টিউমারের অপারেশনের জন্য প্রয়োজন ৪-৫ লাখ টাকা। যা খরচ বহন করা তার পক্ষে সম্ভব নয়। চিকিৎসার অভাবে মেয়েটি আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। দ্রুত টিউমারের অপারেশন করা না গেলে না ফেরার দেশে চলে যাবে তার মেয়ে।

 

লামা উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী দুঃখ প্রকাশ করে বলেন, যে সময় তার পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকার কথা সে সময় আজ ঘাতক টিউমারে আক্রান্ত হয়ে হাসপাতালে হুইল চেয়ারে দিন-রাত কাটাচ্ছে। সে এখন কথা বলতে, চলাফেরা ও খেতে পারছেন না। মেয়েটি লেখাপড়ায় অনেক মেধাবী।

 

গজালিয়া ইউনিয়ন চেয়ারম্যান বাথোয়াইচি মারমা বলেন, সমাজের বিত্তশালীদের একটু সুদৃষ্টি পেলে অসুস্থ পাইং উ প্রু নতুন জীবন ফিরে পেতে পারে। আমরা কি পারি না সহযোগিতার হাত বাড়িয়ে দিতে ? কিছু জানার থাকলে বা যদি সহযোগিতার হাত বাড়াতে চান ০১৭৩১-৪৬০৩৬৯ নম্বরে যোগাযোগ করার জন্য তিনি অনুরোধ জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত