আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আদিবাসীদের স্ব স্ব মাতৃভাষার মাধ্যমে প্রাথমিক শিক্ষা চালু, ও পার্বত্য কোটার পরিবর্তে পাহাড়ি কোটা চালুসহ ৫ দফা দাবীতে বৃহস্পতিবার রাঙামাটির কতুকছড়িতে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইউপিডিএফের সমর্থিত পাহাড়ী ছাত্র পরিষদের(পিসিপি) জেলা শাখার উদ্যোগে কুতুকছড়ি বাজার মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন পিসিপির জেলা শাখার সভাপতি অনিল চাকমা। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন কুতুকছড়ি ইউপি চেয়ারম্যান সন্টু বিকাশ চাকমা, বুড়িঘাট ইউপির চেয়ারম্যান প্রমোধ খীসা, হিল উইমেন্স ফেডারেশ কেন্দ্রীয় সদস্য দ্বিতীয়া চাকমা প্রমূখ।
সমাবেশে কুতুকছড়ির বড় মহাপুরুম উচ্চ বিদ্যালয় ও ঘিলাছড়ির রামহরি পাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।
এর আগে বড় মহাপুরম উচ্চ বিদ্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে প্রধান সড়ক ঘুরে গিয়ে বাজারের সামনের মাঠে সমাবেশ করা হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন,সরকার ২০১৪ সাল থেকে আদিবাসীদের স্ব স্ব মাতৃভাষার মাধ্যমে মাতৃভাষা শিক্ষা চালুর করার কথা থাকলেও এখনও কার্যকর করা হয়নি। বরং ক্ষুদ্র ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে বিলুপ্তির ষড়যন্ত্রের চেষ্টা চালানো হচ্ছে।
বক্তারা স্ব স্ব জাতিসত্তার নিজ মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালুসহ পিসিপির শিক্ষা সংক্রান্ত পাঁচ দফা দাবি বাস্তবায়ন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১১ দফা নির্দেশনা বাতিলের দাবি জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.