রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের বিশেষ সভা

Published: 04 Feb 2016   Thursday   

বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পরিষদের নতুন প্রবিধান প্রণয়ন ও পুরনো প্রবিধান সংশোধন, পর্যটন নীতিমালা প্রণয়ন ও হস্তান্তরিত বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিশদ আলোচনা করা হয়।

 

জেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। এ সময় পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেন, নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ, প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা, হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা আবুুল মনসুর চৌধুরী, জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা, সদ্য যোগদানকৃত নির্বাহী প্রকৌশলী কাজী আবদুস সামাদ’সহ পরিষদের সকল সদস্যরা  উপস্থিত ছিলেন। 

 

সভায় পরিষদ চেয়ারম্যান প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে সভায় বিভিন্ন বিষয়ে গৃহীত সিদ্ধান্তগুলো অনতিবিলম্বে বাস্তবায়নের জন্য সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত