খাগড়াছড়িতে সমাজ সেবা কর্মকর্তা ও মাঠকর্মীদের সম্মেলন

Published: 05 Feb 2016   Friday   

শুক্রবার খাগড়াছড়ি পার্বত্য জেলায় সমাজসেবা অধিদপ্তরের কর্মরত কর্মকর্তা ও মাঠকর্মীদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

মহাজন পাড়াস্থ একটি বেসরকারী মিলনায়তনে খাগড়াছড়ি জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক অমল বিকাশ চাকমার সভাপত্বিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।

 

 

সমাজসেবা কর্মকর্তা রোকেয়া বেগম’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার এনায়েত হোসেন মান্না এবং পার্বত্য জেলা পরিষদের সদস্য সতীশ চাকমা।

 

এসময় মহালছড়ি, লক্ষ্মীছড়ি, মানিকছড়ি, রামগড়, গুইমারা, মাটিরাংগা, পানছড়ি, দীঘিনালা সহ ৯টি উপজেলার ইউনিয়ন পর্যায়ে কর্মরত কর্মকর্তা ও মাঠকর্মীরা উপস্থিত ছিলেন। পরে সফল কর্মীদের মাঝে পুরস্কার বিতরন করা হয় ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত