রাঙামাটিতে আঞ্চলিক কর্মশালার আয়োজন

Published: 06 Feb 2016   Saturday   

শনিবার রাঙামাটিতে ইন্ট্রোডেসিং কমপ্লিয়ান্স কালচার ফর ফিল্ড ওয়ারকার্স শীর্ষক আঞ্চলিক পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মাঠ পর্যায়ে পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রম সুষ্ঠুভাবে মনিটরিং  ও  সুপার ভিশন নিশ্চিত করার লক্ষ্যে এ কর্মশালার আয়োজন।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে কর্মশালার উদ্বোধন করেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা। বক্তব্যে রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের লাইন পরিচালক ডাঃ মোঃ মঈন উদ্দিন  আহমেদ, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মোঃ ফজলুল হক, সিসিএসডিএফ এর প্রকল্প ব্যবস্থাপক ডাঃ মাহমুদুর রহমান, রাঙ্গামাটির সিভিল  সার্জন ডাঃ স্নেহ কান্তি চাকমা , পরিবার পরিকল্পনা বিভাগ, রাঙামাটির উপপরিচালক বেগম সাহানওয়াজ।

 

কর্মশালায় মূল ধারনা পত্র উপস্থাপন করেন মায়ের স্বাস্থ্য প্রকল্প  পেইজ-টু  প্রজেক্টের পিএম মোহাম্মদ আজমল হোসেন ।

 

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ক্লিনিক কনটারসেপশন সার্ভিসেস ডেলিভারি প্রোগ্রাম এর আওতায় জেলা পরিবার পরিকল্পনা বিভাগ আয়োজিত কর্মশালায় তিন পার্বত্য জেলার পরিবার পরিকল্পনা বিভাগের  জেলা-উপজেলা পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।

 

কর্মশালায় বলা  হয়  পরিবার পরিকল্পনা  বিভাগের মাঠ পর্যায়ের  কর্মকর্তা-কর্মচারীরা বর্তমানে  ৩৩ ধরনের কার্যক্রমের সাথে সম্পৃক্ত আছেন এবং তারা মা ও শিমুর স্বাস্থ্য সংক্রান্ত সকল কাজে সম্পৃক্ত থাকার পাশাপাশি জনসংখ্যা নিয়ন্ত্রন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এই সব কাজের যথাযথ মনিটরিং ও সুপারভিশন  নিশ্চিত  করার জন্য    বহুমুখী ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত