বান্দরবানে মোটর সাইকেলসহ দুই চোরকে আটক করেছে বান্দরবান থানা পুলিশ।
পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই কৃষ্ণ কুমার দাশ একদল সঙ্গীয় ফোর্সসহ কালাঘাটার কারবারী পাড়া থেকে একটি ওয়ালটন রেঞ্জার মোটর সাইকেলসহ পুলুমং মার্মা (২১)কে এবং ভোর রাতে পুলুমং মার্মার স্বীকারোক্তিতে কালাঘাটা থেকে মেহেদি হাসানকে আটক করে।
এ ব্যাপারে সদর থানার এসআই কৃষ্ণ কুমার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সাবেক ইউপি চেয়ারম্যান মংয়ইনু মার্মার মোটর সাইকেলটি গত ৬ র্ফেরুয়ারী রাতে থেকে চুরি হয়। পরে সোমবার সন্ধ্যায় চুরির সাথে সম্পৃক্ত থাকায় মোটর সাইকেলসহ পুলুমং মার্মা ও তার স্বীকারোক্তিতে মেহেদি হাসানকে আটক করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.