বুধবার খাগড়াছড়ির গুইমারা উপজেলার বাইল্লাছড়ি এলাকায় দুটি যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত ও ১৭ জন আহত হয়েছে।
নিহত দু‘জন হলেন বাস ড্রাইভার সিরাজুল ইসলাম (২৮) ও হেলপার কবির হোসেন (২৬)। আহতদের মধ্যে ২জনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। বাকিদের খাগড়াছড়ি ও মাটিরাঙ্গা হাসপাতালে চিকিৎসা চলছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুপুরের দিকে ফেনী থেকে যাওয়া একটি যাত্রীবাহি বাস ওই এলাকা অতিক্রম করার সময় চট্টগ্রামগামী শান্তি পরিবহনের যাত্রীবাহি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনায় দুটি বাসের অন্তত ১৯জন আহত হয়। আশংকাজনক অবস্থায় ফেনীর বাসের চালক ও হেলপারসহ ১১জনকে খাগড়াছড়ি হাসপাতালে আনা হলে কর্তৃব্যরত চিকিৎসকরা চালক ও হেলপারকে মৃত ঘোষনা করেন।
এদিকে আহত আরও ৮জনকে মাটিরাঙ্গা হাসপাতালে ভর্তির পর দুজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়।
গুইমারা থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনার পরপরি স্থানীয় জনগন ও পুলিশ মিলে আহতদের উদ্ধার করে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.