লামার আজিজনগর চাম্বি মফিজ বাজারে ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন

Published: 10 Feb 2016   Wednesday   

বান্দরবানের লামা উপজেলার আজিজনগর চাম্বি মফিজ বাজারে ব্যবসায়ী সমবায় সমিতির বুধবার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।


সমবায় সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন লামা উপজেলার সমবায় কর্মকর্তা মাহবুবুর রহমান ও পরিদর্শক আব্দুর রহিম। এতে ৯৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন আব্দুল মালেক জমির (আনারস প্রতীক), ১১৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন সৈয়দ খালিদ মাহমুদ (বাবু) ( মোরগ প্রতীক)। বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয় সহ-সভাপতি আবুল কালাম সওদাগর, সাংগঠনিক সম্পাদক আবু তালেব, কোষাধক্ষ মাহফুজ সওদাগর,ও সদস্য মো: শাহাজাহান সওদাগর। এ সমবায় সমিতির মোট ভোটার রয়েছেন ১৮৮ জন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত