বান্দরবান কালেক্টরেট স্কুলের বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Published: 10 Feb 2016   Wednesday   

বুধবার বান্দরবান কালেক্টরেট স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


কালেক্টরেট স্কুলের মাঠে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: আবু জাফর,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অপর্ণা বৈদ্য,সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদুছস। এসময় সরকারী-বেসরকারী কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্টানের ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।


বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের ও গ্রুপ ভিত্তিক শির্ক্ষার্থীদের হা-ড-ুডু,মোরগ লড়াই, সাতচাড়া ,দড়ি লাফ, কানামাছি ভোঁ -ভোঁ ও বিস্কুট দৌড়সহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় নার্সারী থেকে দশম শ্রেণীর প্রায় এক হাজার ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করে।

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বলেন,শিক্ষার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের মধ্যে বিনোদনের প্রয়োজন। লেখাপঁড়ার মধ্যে স্কুল প্রাঙ্গনে এ ধরনের আয়োজনে শিক্ষার্থীদের মনে আনন্দের বিকাশ ঘটে। প্রতিটি শিশুর পরিপুর্ণতা লাভে এই ধরণের বার্ষিক কার্যক্রমগুলো আরো প্রানবন্ত করে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতার কথাও জানান তিনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত