সকল জাতি সত্ত্বার স্ব-স্ব মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালুসহ শিক্ষা সংক্রান্ত পাঁচ দফা দাবিতে বৃহস্পতিবার খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় পিসিপি(পাহাড়ী ছাত্র পরিষদ) বিক্ষাভ-সমাবেশ করেছে।
সমাবেশে বক্তব্য রাখেন পিসিপি পানছড়ি থানার কমিটির সভাপতি হিমেল চাকমা পানছড়ি ডিগ্রী কলেজের পিসিপি সভাপতি জুয়েল চাকমা, হিল উইমেন্স পানছড়ি থানা শাখার নেত্রী আশা চাকমা, ইউপিডিএফ নেতা অন্তর চাকমা প্রমূখ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.