পার্বত্য চট্টগ্রামের অরক্ষিত সীমান্ত এলাকা নিয়ন্ত্রনে কাজ করছে-মেজর জেনারেল আজিজ আহম্মেদ

Published: 12 Feb 2016   Friday   

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র মহা পরিচালক মেজর জেনারেল আজিজ আহম্মেদ বলেছেন, বিজিবি কারো প্রতিপক্ষ নয় সারা দেশের ন্যায় পার্বত্য চট্টগ্রামেও  বিজিবি অরক্ষিত সীমান্ত এলাকা নিয়ন্ত্রনে কাজ করছে।

 

তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে মোট সীমান্ত এলাকা ৪৭৯ কিলোমিটার। তার মধ্যে ৩৫ টি বিওপি’র আওতায় ২২৮ কিলোমিটার অরক্ষিত সীমান্ত এলাকা নিয়ন্ত্রনে আনা হয়েছে।

 

শুক্রবার দুপুরে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া ৫১ বিজিবি’র সদর দপ্তর উদ্বোধন শেষে স্থানীয় সাংবাদিকদের সাথে আলাপকালে  তিনি একথা বলেন।

 

 তিনি বলেন, এ এলাকায় বিজিবি কারো প্রতিপক্ষ হতে আসেনি, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি এ অঞ্চলে বসবাসরত মানুষের শান্তি সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যেই বিজিবি কাজ করে যাচ্ছে। শুধু তাই নয়, দেশ ও জাতির স্বার্থে প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের অরক্ষিত সীমান্ত এলাকা সমূহ যত তাড়াতাড়ি সম্ভব নিয়ন্ত্রনে আনার লক্ষ্যকে সামনে রেখে বিজিবি কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

 

পরে তিনি বাবুছড়া ৫১ বিজিবি’র সদর দপ্তরে নব নির্মিত বেশ ক’টি ভবন পরিদর্শন করেন। এসময় বিজিবি’র দক্ষিণ-পূর্বাঞ্চলীয়  রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুল করিম, খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল স ম মাহাবুব আলম, বিজিবি’র খাগড়ছড়ি সেক্টর কমান্ডার কর্ণেল সাজ্জাদ, দীঘিনালা জোন অধিনায়ক লেঃ কর্ণেল মহসিন রেজা ও বাবুছড়া ৫১ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল কামালসহ সেনা ও বিজিবি’র উর্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত