লামায় বিদ্যুৎ স্পর্শ হয়ে ১ ব্যক্তির মৃত্যু

Published: 13 Feb 2016   Saturday   

লামার পৌর এলাকায় বিদ্যুৎ স্পর্শ হয়ে ইব্রাহীম (৫২) প্রকাশ ইবন নামের এক ব্যক্তির  মৃত্যু হয়েছে। শনিবার লামা পৌরসভা ৬নং ওয়ার্ডের কলিঙ্গাবিল এলাকায় এই ঘটনা ঘটে।

 

জানা যায়, কলিঙ্গাবিল এলাকার মৃত সুরুজ মিয়ার ছেলে মোঃ ইব্রাহীম ধান ভাঙ্গার চালিয়ে সংসার পরিচালনা করতেন। প্রতিদিনের ন্যায় বিকেলে ধান ভাঙ্গার উদ্দেশ্যে মেশিন চালু করলে বিদ্যুৎ সংযোগ না পাওয়ায় ইব্রাহীম নিজে বিদ্যুতের খুঁটিতে উঠে বিদ্যুৎ সংযোগ ঠিক করতে যায়। এতে ইব্রাহীম বিদ্যুৎ স্পর্শ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

 

লামা পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাকির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ইব্রাহীমের দাফনের সকল ব্যবস্থা করা হচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত