আঞ্চলিক দলের সন্ত্রাসীদের কারণে সরকারের উন্নয়নের কাজ জনগনের কাছে পৌছাতে কষ্ট হচ্ছে-দীপংকর তালুকদার

Published: 15 Feb 2016   Monday   

জেলা আওয়ামীলীগের সভাপতি  ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেছেন, পার্বত্যাঞ্চলের মানুষের কল্যাণে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। কিন্তু পার্বত্যাঞ্চলের কিছু আঞ্চলিক রাজনৈতিক দলের সন্ত্রাসীদের কারণে সরকারের উন্নয়ন কাজ জনগনের দৌড় গোড়ায় পৌছাতে কষ্ট পেতে হচ্ছে।

 

তিনি বলেন, পার্বত্যাঞ্চলের এ সকল আঞ্চলিক দল গুলোকে বয়কট করতে হবে। তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আঞ্চলিক দলগুলোর বিরুদ্ধে যদি ঐক্যবদ্ধভাবে দাঁড়ানো না যায় তাহলে পার্বত্যাঞ্চলের উন্নয়ন কখনোই সম্ভব নয়।

 

তিনি আওয়ামীলীগের হাতকে শক্তিশালী করে পার্বত্যঞ্চলের উন্নয়ন কাজ করতে পাহাড়ের সকল সম্প্রদায়ের মানুষের প্রতি আহবান জানান।

 

সোমবার রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে এসব কথা বলেন।

 

ব্যক্তিগত উদ্যোগে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার দুর্গম সাজেক ভ্যালীর রুইলুই এলাকায় শীতার্থ প্রায় দুই শতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন। এসময় মৌজা হেডম্যান লাংথেংগা পাংখোয়া, সাজেক আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত