মঙ্গলবার রাঙামাটি শহরের বনরুপা বাজার থেকে এক হাজার টাকার ২টি জাল নোটসহ খাইরুল আলম (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটকের পর পুলিশ। তার নাম খাইরুল আলম।
জানা যায়, বনরুপা বাজারের কাপড় ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের কাছে প্রথমে আটক খাইরুল তার দোকানে কাপড় ক্রয়ের জন্য যায়। এসময়সে পকেট থেকে এক হাজার টাকার জাল নোট বের করলে তা জাল নোট হিসেবে সনাক্ত করেন কাপড় ব্যবসায়ী। এসময় খাইরুলকে টাকা নিয়ে চলে চলে যাওয়ার জন্য বলা হলেও পাশের একটি জুতার দোকান থেকে দুইশত টাকার জুতা ক্রয় করে এবং পকেট থেকে এক হাজার টাকার জাল নোট দিয়ে দোকানীর কাছ থেকে আসল আটশত টাকা নেয়। পরে পাশের আরেকটি দোকানে জিনিস ক্রয়ের জন্য গেলে তাকে কাপড় ব্যবসায়ী জাহাঙ্গীর আলমসহ অন্যান্য ব্যবসায়ীরা ধরপাকর করে বনরুপা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির হাতে তুলে দেয়। পরে তাকে পুলিশর কাছে সোপর্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে খাইরুলের বাড়ী খুলনা জেলায়। তার এক সঙ্গী তাকে জাল টাকার নোট রাঙামাটিতে স্বল্পদামের জিনিস ক্রয় করে দোকানীর কাছ থেকে আসল টাকা করে নেওয়ার জন্য পাঠায় বলে জানিয়েছে। সে আরও জানায়,শহরের একটি স্থানীয় হোটেলে আরও দুই-তিনজন তার সঙ্গী রয়েছে। তবে পুলিশ খাইরুলের তথ্যমতে হোটেলে অভিযান চালালেও কাউকে করতে পারেনি।
কোতয়ালী থানার অফিসার ইনচার্চ মুহাম্মদ রশীদ জানায় আসামী খাইরুল থেকে এ বিষয়ে আরো তথ্য বের করার পর জাল টাকার মামলায় কোর্টে চালান দেওয়া হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.