বরকলে বিএনপির শতাধিক নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান

Published: 16 Feb 2016   Tuesday   

আওয়ামীলীগের নীতি ও আদর্শে উদ্বুদ্ধ হয়ে রাঙামাটির বরকল উপজেলার বিএনপি নেতা নূরে আলমের নেতৃত্বে প্রায় শতাধিক নেতাকর্মী বিএনপি থেকে মঙ্গলবার আওয়ামীলীগে যোগদান করেছেন।


যোগদান উপলক্ষে ২নং বরকল ইউনিয়নের ৮নং কুরকুটিছড়ি গুচ্ছগ্রামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরকল উপজেলা আওয়ামীলীগের সভাপতি মেনং রাখাইন।

 

বরকল উপজেলার ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নওশেদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বরকল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য সবির কুমার চাকমা, ২নং বরকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রভাত কুমার চাকমা, বরকল উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুজন শীল, ১নং সুভলং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুশান্তময় চাকমা, ১নং সুভলং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম’সহ সদ্য যোগদানকৃত বিএনপির নেতাকর্মীরা।


এর আগে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য সবির কুমার চাকমাকে বরকল উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। পরে অনুষ্ঠান শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি বরকল উপজেলা আওয়ামীলীগের সভাপতি মেনং রাখাইন ও বরকল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সবির কুমার চাকমা বরকল উপজেলার বিএনপি নেতা নূরে আলম ও অন্যান্য বিএনপি নেতাকর্মীদের হাতে নৌকা প্রতীক ও পুষ্পমাল্য তুলে দিয়ে শতাধিক বিএনপি নেতাকর্মীদের বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করান।


অনুষ্ঠানে বক্তরা বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও জামাত দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করছেন।

 

তাই দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে গণতান্ত্রিক পথে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিএনপি নেতাকর্মীরা আজ আওয়ামীলীগে যোগদান করছে। তারাও খালেদা জিয়া ও জামাতের ঘৃনিত কার্যকলাপকে ধিক্কার জানিয়েছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত