বান্দরবানে কর্মকর্তাদের সাথে বাণিজ্য মন্ত্রনালয়ের সচিবের মত বিনিময়

Published: 17 Feb 2016   Wednesday   

বুধবার বান্দরবানে জেলা পর্যায়ের সকল কর্মকর্তা ও ব্যবসায়ীদের সাথে বাণিজ্য মন্ত্রনালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুনের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা প্রশাসকের আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মত বিনিময় সভায় জেলা প্রশাসক দিলিপ কুমার বণিক-এর সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, বান্দরবান স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নুরুল্লাহ নুরী, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো:আবু জাফর, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হারুন অর রশিদ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ফারুক হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আলতাফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো রেজাউল হক, আঞ্চলিক পরিষদের সদস্য শফিকুর রহমান, জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, বান্দরবানের বিভিন্ন ধরণের ব্যবসায়ীবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকসহ, সুশীল সমাজের ব্যাক্তিরা।

 

প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য সচিব বলেন, বান্দরবান একটি সম্ভাবনাময় পর্যটন শিল্প  এলাকা। বান্দরবানের এই পর্যটন শিল্পকে কাজে লাগিয়ে বান্দরবান জেলার যেমন উন্ন্য়ন সম্ভব তেমনি দেশেরও শিল্প উন্ন্য়ন সম্ভব ।

 

তিনি আরও বলেন, এ পাহাড়ি অঞ্চলে নানা ধরনের ফল ও শাক সবজি উৎপাদন করে বেশ লাভবান হওয়া যেতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তাই সম্ভাবনাময় এই সব খাতগুলোকে কাজে লাগিয়ে বান্দরবান তথা দেশের সার্র্বিক  উন্ন্য়নের কর্মকান্ডে সকলকে এক যোগে কাজ করার জন্য তিনি  আহবান জানান। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত