২৩ ফেব্রুয়ারী থেকে তিন দিন ব্যাপী বান্দরবানে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হচ্ছে

Published: 17 Feb 2016   Wednesday   

আগামী ২৩ ফেব্রুয়ারী থেকে তিন দিন ব্যাপী বান্দরবানে  ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হচ্ছে।

 

বুধবার বান্দরবান জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সন্মেলনে জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক এ কথা জানান।

 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবু জাফর, প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু , সাধারণ সম্পাদক মিনারুল হক, প্রেস ক্লাবের সাবেক সভাপতি বাদশা মিঞা মাস্টার, বিটিভির জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনু, দৈনিক গিরিদর্পনের ব্যুরোচীফ সেলিম আহমেদ চৌধুরী, এনটিভির জেলা প্রতিনিধি আলাউদ্দিন শাহরিয়ারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিরা।

 

জেলা প্রশাসক বলেন,সরকারের রুপকল্প ২০২১ বাস্তবায়নের প্রেক্ষাপটে সরকারের বিভিন্ন ডিজিটাল কার্যক্রমের ধারাবাহিকতায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে  তিন দিন ব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে।

 

তিনি আরও বলেন, প্রতিটি মেলা ডিজিটাল বাংলাদেশ গড়ার অভিযাত্রায় একটি বিশাল মাইলফলক। ডিজিটাল উদ্ভাবনী মেলায় সেবা দানকারী এবং সেবা গ্রহণকারীর মধ্যে একটি সেতুবন্ধন তৈরী হবে এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সরকারের বিভিন্ন উদ্যোগ ও স্থানীয় পর্যায়ে উদ্বাবন সম্পর্কে মানুষকে ব্যাপকভাবে পরিচিত করা সম্ভব হবে।

 

 তিনি বলেন,এবারের মেলায় সরকারী ই-সেবার প্রচারণা, তথ্য প্রযুক্তি ব্যবহার করে শিক্ষার গুণগত মান উন্নয়ন, ই-কমার্স, তরুণ উদ্ভাবকদের উদ্ভাবনের বিষয়ের উপর নাগরিকদের সামনে  গুরুত্ব সহকারে উপস্থাপন করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত