সাজেকে সড়ক দুর্ঘটনায় নিহত ১: আহত ৭

Published: 19 Feb 2016   Friday   

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে মাচালং এলাকায় শুক্রবার সড়ক দুর্ঘটনায় ১জন নিহত ও অপর ৭ জন আহত হয়েছে। নিহত ব্যক্তির নাম আপ্রু মারমা(২০)। 

 

জানা যায়, শুক্রবার খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল সড়ক ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে খাগড়াছড়ি শহর থেকে রাঙামাটির সাজেক পর্যটন এলাকায় ভ্রমনে যান। বিকেলে ভ্রমন শেষে সাজেক থেকে খাগড়াছড়ি সদরে ফেয়ার পথে সাজেকের মাচালং এলাকার একটি পাহাড় নামার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের আইল্যান্ডের সাথে প্রচন্ড গতিতে ধাক্কা খেয়ে গাড়ীটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে চালক আপ্রু মারমা প্রাণ হারান।  এসময় কমপক্ষে ৭জন আহত হন।

 

খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ  আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি হাসপাতালে প্রেরণ করে। নিহত আপ্রু মারমা খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার হেডম্যান পাড়ার অনিশি মারমার ছেলে। আহতদের বাড়ী খাগড়াছিড় সদর উপজেলায়।

 

সাজেক থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত