রাঙামাটিতে সহকর্মীর রাইফেলের গুলিতে এক পুলিশ কনষ্টেবলের মৃত্যু

Published: 20 Feb 2016   Saturday   

রাঙামাটি শহরের রাঙ্গাপানিস্থ সুখী নীলগঞ্জের পুলিশ লাইনে অসাবধানতাবসত এক সহকর্মীর রাইফেল থেকে বের হওয়া গুলিতে পূনর্য় বড়ুয়া  নামের এক পুলিশ কনষ্টেবল নিহত হয়েছেন। ঘটনার পর অপর কনষ্টেবল সৌরভ বড়ুয়াকে অজ্ঞান হয়ে পড়লে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে  প্রেরণ করা হয়েছে।  শনিবার  বেলা পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটেছে। 

 

পুলিশ সূত্রে জানা যায়, রাঙামাটি শহরের রাঙ্গাপানিস্থ সুখী নীলগঞ্জের পুলিশ লাইনে  শনিবার পৌনে ১২টার দিকে কনষ্টেবল সৌরভ পুলিশ লাইনের নিরাপত্তা চৌকিতে তার ডিউটি শেষ করে নিজ রুমে যান। এসময় তারই রুমমেট কনষ্টেবল পূর্নয় বড়ুয়া সাথে  কথা বলার সময় বিছানায় রাখা চাইনিজ রাইফেল থেকে আকস্মিকভাবে  একটি গুলি বের হয়। এতে করে কনষ্টেবল পূর্নয় বড়ুয়ার ডান পাশের কোমড়ে গুলিবিদ্ধ হলে তিনি মাঠিতে লুটিয়ে পড়েন। সাথে  সাথে সৌরভ বড়ুয়াও   ঘটনার আকস্মিকতায় অজ্ঞান হয়ে যায়।

 

পরে তাদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে  কর্তব্যরত  চিকিৎসাধীক পূর্নয় বড়ুয়াকে মৃত ঘোষনা করেন। পুলিশ লাইনের নিরাপত্তা চৌকিতে সৌরভের স্থলে ডিউটিতে যাওয়ার কথা ছিল। নিহত কনষ্টেবল চারমাস আগে প্রশিক্ষণ শেষে চাকুরিতে যোগদান করেন। তার বাড়ি চট্টগ্রামের রাউজানের পূর্ব গোজরা হোয়ারা পাড়ায়।

 

এদিকে, কনষ্টেবল সৌরভ বড়ুয়ার অবস্থার অবনতি হলে তাকে রাঙামাটি  জেনারেল হাসপাতাল  থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

ঘটনার পর পেয়ে  জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন  ও পুলিশ সুপার  সাঈদ তারিকুল হাসানসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা হাসপাতালে ছুটে যান।

 

রাঙামাটির পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন ঘটনাটি আকস্মিকভাবেই ঘটতে পারে। এ ঘটনার ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে। এ কমিটি আগামী এক সপ্তাহের মধ্যে তদন্তের রিপোর্ট জমা  দেবেন।  রিপোর্ট পাওয়া গেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত