"সুস্থ শরীরে সুস্থ মন" এ শ্লোগানকে সামনে রেখে সারদেশের ন্যায় রাঙামাটির জুরাছড়িতে আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা শিক্ষা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান উদয়জয় চাকমা।
জুরাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যন রিটন চাকমা, উপজেলা শিক্ষা কর্মকর্তা আশিষ কুমার ধর, ভূবনজয় সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুল কালাম আজাদ পাতুয়ারী। অনুষ্ঠান সঞ্চালনা করেন পানছড়ি ভূবনজয় সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যানন্দ চাকমা। অনুষ্ঠানে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক এবং অভিবাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা উচ্চ লাফ, দীর্ঘ লাফ, দৌড়, যেমন খুশি তেমন সাজোসহ বিভিন্ন ইভেন্টের খেলার অংশগ্রহন করেন।পরে বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরন করা হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অপরদিকে,মহান মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা পরিষদ অফিস প্রাঙ্গণে ছাত্র-ছাত্রীদের চিত্রাংকন প্রতিযোগিতা, কবিতা আবৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য উদয়জয় চাকমা বলেন, শিক্ষার্থীদের পড়া লেখার পাশাপাশি শারীরিক ব্যায়াম শরীরচর্চা কিংবা খেলাধুলার প্রয়োজন রয়েছে। ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলার কারণে বাংলাদেশ আজ বিশ্বেও কাছে পরিচিতি লাভ করেছে। দেশের অনেক খেলোয়ার বিদেশের মাটিতে ফুটবল, ক্রিকেট, এবং এ্যাটলেটিক্স খেলায় গৌরব অর্জন করে আসছে, তাই বিশেষ করে অভিভাবক ও শিক্ষকদের শিক্ষার্থীদের খেলাধুলার বিষয়টি গুরুত্ব সহকারে নেওয়ার আহবান জানান চেয়ারম্যান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.