শনিবার লামা উপজেলার রূপসী পাড়া থেকে সড়ক দিয়ে অবৈধভাবে পাচারকালে কাঠসহ ৮টি মিনি ট্রাক করা করা হয়েছে। আটককৃত এসব কাঠের আনুমানিক মূল্য ১০ লাখ টাকা হবে ধারনা।
জানা যায়, শনিবার লামা-চকরিয়া সড়কের ইয়াংছা এলাকায় সেনাবাহিনীর চেকপোষ্টের বাঁশ ভেঙ্গে পাচারের চেষ্টা করা হয়। ঘটনার টের পেয়ে ইয়াংছা ক্যাম্পের সেনা সদস্যরা পাচারের অপেক্ষারত ৫টি মিনি ট্রাক এবং লামা থেকে ৩ মিনি ট্রাকসহ মূল্যবান কাঠ সহকারে ৮মিনিট্রাক আটক করে। এসময় মূল্যবান কাঠ সহকারে ৮টি মিনিট্রাক আটক করা হয়। এসময় চেকপোষ্টের বাঁশ ভাঙ্গার অভিযোগে মোঃ সোহরাব হোসেন (৪০) নামক একজন চালককে পুলিশের সোপর্দ করা হয়েছে।
অভিযোগে রয়েছে, লামা-চকরিয়া সড়ক দিয়ে প্রতিদিন ও রাতে আলীকদম এবং লামা হতে ব্যাপকভাবে মূল্যবান বনজ সম্পদ পাচার হয়ে আসছে। কাঠ চোরের চক্র বন বিভাগকে ম্যানেজ করে প্রতিদিন ৫০টি সড়ক পথ ও নদী পথে হাজার হাজার ঘন ফুট মূল্যবান গাছ পাচার করে থাকে বলে অভিযোগ উঠেছে।
লামা বন বিভাগের ইয়াংছা ষ্টেশন অফিসার ফরেষ্টার মাজহারুল ইসলাম কাঠ জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.