মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রোববার ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন রাঙামাটির জুরাছড়ি উপজেলাবাসী।
রোববার রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে প্রথমে জুরাছড়ি উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিন¤্র শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান উদয় জয় চাকমা, ভাইস-চেয়ারম্যান রিটন চাকমা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী। এরপর পর্যায়ক্রমে পুলিশ প্রশাসনের পক্ষে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ,কে এম আলগীর জাহান,আওয়ামীলীগের অঙ্গসংগঠনের পক্ষে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি চারু বিকাশ চাকমা ও মহিলা আওয়ামীলীগের সভানেত্রী কল্পীতা চাকমা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি অঙ্গসংগঠনের পক্ষে সুমিত চাকমা, ভূবন জয় সরকারী উচ্চ বিদ্যালয়ের পক্ষে ক্রীড়া শিক্ষক শান্তি ময় চাকমার, বেসরকারী উন্নয়ন সংস্থা সিআইপিডির পক্ষে উপজেলা সমন্বয়ক দয়াল চাকমা,সমাজ সেবা ও যুব উন্নয়ন অধিদপ্তরের নিবন্ধিত সেচ্ছা সেবী ক্লাবের পক্ষে সভাপতি অনুপম চাকমা পুষ্পস্তবক অর্পন করেন।
এরপরই বিভিন্ন রাজনৈতিক দল সহযোগী সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক, ছাত্র, যুব, শ্রমিক, কৃষক সংগঠনের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ একে একে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পন শেষে কিছুক্ষণ নীরবে দাাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।
এদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে প্রভাত ফেরী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় ইউএনও মোঃ লিয়াকত আলী সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান উদয় জয় চাকমা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান রিটন চাকমা, দুমদুম্যা ইউপি চেয়ারম্যান তরুন মনি চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিপাশ খীসা, মহিলা বিষয়ক কর্মকর্তা তরুন চাকমা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মঞ্জুরুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান। এসময় উপজেলার সরকারী-বেসরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.