বরকলে যথাযোগ্য মর্যাদায়মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Published: 21 Feb 2016   Sunday   

রোববার বরকল উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে  মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

 

দিবসটির শুরুতেই রাত বারোটা এক মিনিটে উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারে উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন,পুলিশবাহিনী,মুক্তিযুদ্ধসংসদ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান সহ রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করেন।

 

সুর্যোদয়ের সাথে সাথে প্রভাত ফেরী করা হয়। প্রভাত ফেরীটি উপজেলা পরিষদের মাঠ প্রাঙ্গন থেকে শুরু করে বাজার এলাকা ঘুরে এসে আবার পরিষদের  মাঠে এসে শেষ হলে শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্যে রাখেন বরকল উপজেলা পরিষদ চেয়ারম্যান মনি চাকমা  ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহাবুব আলম।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত