রাঙামাটিতে পার্বত্য বাঙ্গালী ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে আলোচনা সভা

Published: 23 Feb 2016   Tuesday   

মঙ্গলবার রাঙামাটিতে পার্বত্য বাঙ্গালী ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।

 

পার্বত্য বাঙ্গালী ছাত্র ঐক্য পরিষদের রাঙামাটি জেলার দপ্তর সম্পাদক মোঃ হাবিবুর রহমানের স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, শহরের কলেজ গেইটস্থ পার্বত্য বাঙ্গালী ছাত্র ঐক্য পরিষদের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি উজ্জল পাল।

 

বক্তব্য রাখেন ছাত্র নেতা মোঃ জহিরুল ইসলাম, মোঃ হাবিবুর রহমান, মোঃ ফরিদ মোল্লা, মোঃ সাইফুল ইসলাম, মোঃ সোহেল প্রমূখ।  অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মোঃ মুন্না তালুকদার।

 

বক্তরা সরকারকে উদ্দ্যেশ করে বলেন, বাঙ্গালী জনগণই রাষ্ট্রের অখন্ডতা কিভাবে রক্ষা করতে হয়। বাঙ্গালীরা ক্ষেপে পড়লে সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে। তাই রাষ্ট্রের স্বার্থে পার্বত্য চট্টগ্রাম চুক্তি আর বাস্তবায়ন নয়।  বক্তারা পার্বত্য চট্টগ্রাম থেকে অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাস নির্মূলে যৌথ অভিযানের  জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত