বান্দরবানে পৌর আওয়ামীলীগের অভিষেক ও যোগদান অনুষ্ঠান

Published: 24 Feb 2016   Wednesday   

বুধবার বান্দরবান পৌর আওয়ামী লীগের অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

বান্দরবানের রাজার মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

 

বান্দরবান পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের উপদেষ্টা পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, সহ সভাপতি আবদুর রহিম চৌধুরী, সহ সভাপতি একেএম জাহাঙ্গীর, বান্দরবান পৌর মেয়র ও সাধারন সম্পাদক মোঃ ইসলাম বেবী, জেলা পরিষদের সদস্য লক্ষিপদ দাশ, লামার পৌর মেয়র জহিরুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামসুল ইসলাম প্রমুখ।

 

অনুষ্ঠানে বান্দরবান আওয়ামীলীগের সহযোগী ও অঙ্গসংগঠনের অনেক নেতা কর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বান্দরবান ও লামার নির্বাচিত পৌর মেয়র ও কাউন্সিলারদের সংবর্ধনা প্রদান করা হয়।

 

এছাড়া অনুষ্ঠানে বান্দরবান দুই পৌর সভার ৬ জন পৌর কাউন্সিলারসহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে আওয়ামীলীগে যোগদান করেন। যোগদানকারী কাউন্সিলারেরা হচ্ছেন বালাঘাটা থেকে নির্বাচিত বিএনপির কাউন্সিলার মোঃ আবু খায়ের ও লামার নির্বাচিত কাউন্সিলার আবু সালাম,  মোঃ জাকের, মোঃ ইউসুফ, মোঃ ফরিদ ও সংরক্ষিত মহিলা আসনের কান্সিলার সাকেরা বেগম।  প্রায়  দুইশ বিএনপির নেতা কর্মী প্রতিমন্ত্রী বীর বাহাদুরের হাতে ফুল দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন। সকালে প্রতিমন্ত্রী বীর বাহাদুরের বাসভবনে জেএসএস থেকেও অন্ততঃ ৩০ জন নেতা-কর্মী প্রতিমন্ত্রীর হাতে ফুল দিয়ে আওয়ামীলীগে যোগ দান করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য প্রতিমন্ত্রী বলেন, আওয়ামীলীগ সরকার পার্বত্য চট্টগ্রামে যে উন্নয়ন করেছে বিগত কোন সরকার তা করেনি। পার্বত্য চট্টগ্রামের যে কোন সমস্যা নিয়ে জননেত্রী শেখ হাসিনা সবসময় সজাগ রয়েছে। আগামীতে আওয়ামীলীগ সরকার পার্বত্য চট্টগ্রামে যে উন্নয়নের পরিকল্পনা হাতে নিয়েছে তা কল্পনাতীত। তিনি আওয়ামীলীগের হাতকে আরও শক্তিশালী করার জন্য সবাইয়ের প্রতি আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত