বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা পরিষদ সম্মেলন কক্ষে ফেব্রুয়ারি মাসের জেলা উন্নয়ন কমিটির সমন্বয় সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেনের পরিচালনায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তানভীর আজম ছিদ্দিকী, পুলিশ বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চিত্ত রঞ্জন পাল, পরিষদের নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ’সহ জেলার বিভিন্ন বিভাগীয় প্রধান, কমিটির সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা।
সভাপতির বক্তব্যে পরিষদ চেয়ারম্যান বলেন,প্রাকৃতিক সৌন্দর্য্যে ঘেরা এ রাঙ্গামাটি শহরে এক শ্রেণীর অবৈধ দখলদার অবৈধ স্থাপনা গড়ে তুলে সৌন্দর্য বিনষ্ট করছে। সকলে মিলে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি এ জেলায় বসবাসরত সকল মানুষের সার্বিক কল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.