ইউপিডিএফ সমর্থিত হিল উইমেন্স ফেডারেশন(এইচডব্লিউএফ)-এর রাঙামাটি জেলা শাখার তৃতীয় তম কাউন্সিল শুক্রবার সম্পন্ন হয়েছে।এতে মন্টি চাকমাকে সভাপতি, নীতি শোভা চাকমাকে সাধারণ সম্পাদক ও জোনাকি চাকমাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১৫ সদস্য বিশিষ্ট নতুন জেলা কমিটি গঠন করা হয়।
এইচডব্লিউএফ-এর জেলা শাখার দপ্তর সম্পাদক বিমান্তি চাকমার স্বাক্ষরিত একপ্রেস বার্তায় বলা হয়, কতুকছড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের হলরুমে মন্টি চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন এইচডব্লিউএফ-এর কেন্দ্রীয় সভাপতি নিরূপা চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজলী ত্রিপুরা, পাহাড়ী ছাত্র পরিষদের(পিসিপি) সাবেক সভাপতি ও গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সদস্য থুইক্যচিং মারমা, পিসিপি’র রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক কুনেন্টু চাকমা, ঘিলাছড়ি নারী নির্যাতন প্রতিরোধ কমিটির শান্তি প্রভা চাকমা ও এইচডব্লিউএফ-এর রাঙামাটি সদর থানা শাখার সাংগঠনিক সম্পাদক এন্টি চাকমা প্রমুখ। কাউন্সিল অধিবেশন পরিচালনা করেন নীতি শোভা চাকমা।
কাউন্সিল অধিবেশন শুরুতে শোক প্রস্তাব পাঠ করেন কাউখালী থানা শাখার সাধারণ সম্পাদক রূপসী চাকমা।
কাউন্সিল অধিবেশনে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে মন্টি চাকমাকে সভাপতি, নীতি শোভা চাকমাকে সাধারণ সম্পাদক ও জোনাকি চাকমাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১৫ সদস্য বিশিষ্ট নতুন জেলা কমিটি গঠন করা হয়। কমিটি ঘোষণা ও নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান এইচডব্লিউএফ-এর কেন্দ্রীয় সভাপতি নিরূপা চাকমা।
কাউন্সিল শেষে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে নতুন কমিটির নেতৃত্বে মিছিল সহকারে বাজার প্রদক্ষিণ করে বড় মহাপুরম উচ্চ বিদ্যালয় গেটের সামনে গিয়ে শেষ হয়।
আলোচনা সভায় এইচডব্লিউএফ-এর সভাপতি নিরূপা চাকমা পার্বত্য চট্টগ্রামে নারী নির্যাতনসহ নিপীড়ন-নির্যাতনের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করে জাতীয় অস্তিত্ব রক্ষার্থে সংঘবদ্ধ হয়ে পূর্ণস্বায়ত্তশাসন প্রতিষ্ঠার আন্দোলনে সামিল হওয়ার জন্য নারী সমাজের প্রতি আহ্বান জানান।
যুব ফোরাম নেতা থুইক্যচিং মারমা বলেন, বিশ্বের আন্দোলনের ইতিহাসে া নারীদের ভূমিকা দেখতে পাই। বৃটিশ বিরোধী আন্দোলনে প্রীতিলতা, ইলামিত্রসহ আরো অনেক নারী গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। পার্বত্য চট্টগ্রামেও নারীদেরকে আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.