রাঙামাটিতে এফসি লন্ডন ফুটবল ক্লাব ও সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ

Published: 26 Feb 2016   Friday   

রাঙামাটিতে এফসি লন্ডন ফুটবল ক্লাব ও  সোনালী অতীত খেলোয়াড়দের  মধ্যে শুক্রবার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে চিংহ্লামং মারী স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচে এ সময়  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন, অতিরিক্ত পুলিশ সুপার শহীদ উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চিত্ত রঞ্জন পাল, রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সুনীল কান্তি দে, প্রাক্তন পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, পৌর কাউন্সিলর কালায়ন চাকমা প্রমুখ।

 

৯০মিনিটের খেলার প্রথমার্ধে এফসি লন্ডন ফুটবল ক্লাব, রাঙামাটি সোনালী অতীত খেলোয়াড় ও দর্শকদের মাতিয়ে রাখতে রাঙামাটি জেলা প্রশাসক সোনালী অতিতের  পক্ষে ১৩নং জার্সি পড়ে খেলায় অংশ গ্রহণ করেন। সোনালী অতিতের পক্ষে দেশের জাতীয় খেলোয়াড়দের মধ্যে অরুণ চাকমা, বরুণ চাকমা, অতিশ, কিংশুকসহ অনেক খেলোয়াড় অংশ গ্রহণ করেন।

 

খেলার প্রথমার্ধে দুই পক্ষের মাঝে কোন গোল পাওয়া না গেলেও খেলার দ্বিতীয়ার্ধে  এফসি লন্ডন ফুটবল ক্লাবের পক্ষে ১০নং জার্সি পরিহিত তোফাজ্জল ইসলাম প্রথম গোল ও ৯নং পরিহিত জাকির হোসেন খান দ্বিতীয় গোলটি করেন। শেষ পর্যন্ত ৯০মিনিটে রেফারির শেষ হুইসেল বাজিয়ে খেলার সমাপ্তি ঘোষনা করে।

 

প্রধান রেফারি হিসেবে খেলা পরিচালনা করেন মোঃ সোহেল আহম্মেদ এবং সহকারী রেফারি হিসেবে হাসমত আলী ও সুমন চৌধুরী এবং ৪র্থ রেফারি হিসেবে ছিলেন আবুল বাশার চৌধুরী।

 

এর আগে এফসি লন্ডন ফুটবল ক্লাব ও সোনালী অতিতের খেলোয়াড়দের সাথে পরিচিতি ও শুভেচ্ছা বিনিমিয় শেষে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে  এফসি লন্ডন ফুটবল ক্লাবকে একটি শুভেচ্ছা ক্রেষ্ট প্রদান করা হয়। 

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত