বান্দরবানে বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যাবস্থাপক ও মাঠ কর্মীদের নিয়ে আলোচনা সভা

Published: 27 Feb 2016   Saturday   

 

 

 

শনিবার বান্দরবানে বাংলাদেশ কৃষি ব্যাংক অঞ্চলের শাখা ব্যাস্থাপক ও মাঠ কর্মীদের নিয়ে অর্ধবার্ষিক পর্যালোচলোচনা ও কর্ম সম্পাদন সভা অনুষ্টিত হয়।

 

 আঞ্চলিক ব্যাবস্থাপক বিকেবির আঞ্চলিক কার্যালয়ের  সভাপতি আশরাফ উল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিকেবি বিভাগীয় কার্যালয়ের চট্রগ্রামের মহা ব্যবস্থাপক ঠাকুর দাশ কুন্ডু । বিশেষ ছিলেন আঞ্চলিক কার্যালয়ের  নিরীক্ষা কর্মকতা আবুল কালাম ,বান্দরবান কৃষি ব্যাংকের আঞ্চলিক উর্দ্ধতন কর্মকতা বেগম বিলকিস আহাসান , বান্দরবান শাখার ব্যাবস্থাপক সুব্রত বড়–য়া , রোয়ংছড়ি শাখার রশীদ আহমদ ,রুমা শাখার মো: কামাল হোসেন ,থানছি শাখার মিহির কান্তি আচার্য্য, আজিজনগর শাখার এটিএম.মাসুদ চেীধুরী ,লামা শাখার গোলাম রহমান ,আলীকদম শাখার মাহুবুল আলম,নাইক্ষ্যংছড়ি শাখার নির্মল বড়ুয়া ,বাইশারী শাখার মো:আনোয়ার কামাল,বান্দরবান কৃষি ব্যাংকের কর্মকতা বাবু শিমুল দাশ, মংক্যহ্লা ।

 

এছাড়া আনুষ্টানে বান্দরবানের বিভিন্ন্ উপজেলার কৃষি ব্যাংকের ১৫ জন মাঠ কর্মী উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত