তিন দফা দাবীতে সোমবার রাঙামাটিতে ইউনিয়ন পরিষদ সচিবরা অবস্থান ধর্মঘট পালন করেছেন।
রাঙামাটি জেলা প্রশাসকের মূল ফটকের সামনে জেলার ১০ উপজেলার ইউনিয়ন পরিষদ সচিবরা সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অবস্থান ধর্মঘট পালন করেন। এসময় বক্তব্যে রাখেন ইউনিয়ন পরিষদ সচিব সমিতি রাঙামাটির শাখার সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক কিরন জ্যোতি চাকমা ও ভীম রঞ্জন চাকমা প্রমুখ। অবস্থান ধর্মঘট শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্বারকলিপি প্রদান করেন।
বক্তারা বলেন,বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির কেন্দ্রীয় কর্মসূচির আলোকে সারা দেশে ৩ দফা দাবি নিয়ে স্ব-স্ব জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালিত হচ্ছে। এসব দাবির মধ্যে রয়েছে ইউনিয়ন পরিষদ সচিবদের পদবী পরিবর্তন এবং বেতন স্কেল ১০ গ্রেডে উন্নীত করা, বেতন, বোনাস,আনুতোষিক ল্যামগ্রান্ট প্রাপ্তি বিনোদন ভাতাসহ শতভাগ অর্থ সরকারি কোষাগার থেকে প্রদান এবং ইউনিয়ন পরিষদ সচিবদের পারিবারিক পেনশন সুবিধা প্রদান করা।
বক্তারা অতিদ্রুত এসব দাবী পূরণ করা না হলে সারা দেশের ইউপি সচিবেরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে হুশিয়ারী উচ্চারণ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.