জেএমবি’র শীর্ষ নেতা গালীবের বিরুদ্ধে ২৫ এপ্রিল রাঙামাটির আদালতে স্বাক্ষ্য গ্রহনের দিন ধার্য্য

Published: 01 Mar 2016   Tuesday   

রাঙামাটিতে বিস্ফোরক দ্রব্য আইনের মালায় গ্রেফতারকৃত নিষিদ্ধ ঘোষিত জেএমবি’র (জামায়াতুল মোজাহেদীন বাংলাদেশ) শীর্ষ নেতা শামীম হোসেন গালীবের বিরুদ্ধে আগামী ২৫ এপ্রিল স্বাক্ষ্য গ্রহনের দিন ধার্য্য করেছেন আদালত।

 

মঙ্গলবার রাঙামাটির সহকারী জেলা ও দায়রা জজ আজিজুল হকের আদালতে হাজির করা হলে মামলার শুনানী শেষে আদালত এ স্বাক্ষ্য গ্রহনের দিন ধার্য্য করেন।

 

আসামী পক্ষের আইনজীবি এ্যাডভোকেট মোঃ নুরুল হক জানান, ২০০১ সালে ১৩ সেপ্টেম্বর রাঙামাটিতে বিস্ফোরক আইনের মামলায় আটক নিষিদ্ধ ঘোষিত জেএমবি’র  শীর্ষ নেতা শামীম হোসেন গালীবকে আজ মঙ্গলবার রাঙামাটির সহকারী জেলা ও দায়রা জজ আজিজুল হকের আদালতে হাজির করা হয়। এতে আদালত মামলার শুনানী শেষে গালীবের বিরুদ্ধে আগামী ২৫ এপ্রিল স্বাক্ষ্য গ্রহনের দিন ধার্য্য করে ফের  আদালতে পাঠানোর  নির্দেশ  দিয়েছেন।

 

তিনি আরও জানান, ২০০১ সালে রাঙামাটি কতোয়ালী থানায় বিষ্ফোরক আইনে মামলা দায়েরের পর দীর্ঘ ১৫ বছরে রাষ্ট্র পক্ষ কোন স্বাক্ষী আনতে পারেননি। তাই মামলার বিচার কাজ বিলম্বিত হয়  এবং  আসামী দীর্ঘ বৎসর ধরে কারাগারে আটক ছিলেন।

উল্লেখ্য, ২০০১ সালের ১৩ সেপ্টেম্বর রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয় চত্বরের সমানে  হোটেল ড্রীমল্যান্ডে একটি কক্ষে অবস্থান নিয়ে জেএমবি’র নেতা শামীম হোসেন গালিব বোমা তৈরীর করছিলেন। এতে বোমা তৈরীর সময় বিষ্ফোরণে গালিব ও তার সহযোগী নছরুলা ওরফে আরিফ বিল্লাসহ অপর একজন আহত হয়। দুই জনের অবস্থা গুরুতর হওয়ায় রাঙামাটি থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসা  দেয়া হয়। 

 

এ বিস্ফোরনের ঘটনায় সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল থেকে বোমা তৈরীর সরঞ্জাম ও  বিষ্ফোরণের বিভিন্ন আলামত সংগ্রহের পর পুলিশ বাদী হয়ে রাঙামাটি কতোয়ায়ী মামলা দায়ের করে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত