কাপ্তাইয়ে মাসব্যাপি কম্পিউটার প্রশিক্ষণ কোর্স সম্পন্ন

Published: 01 Mar 2016   Tuesday   

কাপ্তাইয়ে বেকার যুবক-যুবতীদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের মঙ্গলবার সমাপণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

কাপ্তাই ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত লোকাল গর্ভমেন্ট সাপোর্ট প্রজেক্ট(দ্বিতীয়) এর আওতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা ভারপ্রাপ্ত ইউএনও সুজন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ।

 

বক্তব্য রাখেন, ইউপি সদস্য হাজেরা বেগম, কাপ্তাই ভার্য্যাতলী হেডম্যান থোয়াই অং মারমা, উপজেলা আ’লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, সাংবাদিক নজরুল ইসলাম লাভলু, কাজী মোশারফ হোসেন, কবির হোসেন, ইউপি সদস্য মনির, প্রশিক্ষণার্থীদের পক্ষে ফাতেমা বেগম নাবিলা, আনোয়ারুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান শেষে মাসব্যাপি প্রশিক্ষনে অংশ নেয়া ৩০ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত