বিজু,বিষু,বিহু,বৈসু এবং সাংগ্রাই উদযাপনে লক্ষে রাঙামাটিতে প্রস্তুতিমূলক সভা

Published: 02 Mar 2016   Wednesday   

পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পাহাড়ীদের আগামী ১২ এপ্রিল থেকে তিন দিন ব্যাপী প্রধান সামাজিক উৎসব বিজু, বিষু, বিহু, বৈসু এবং সাংগ্রাই উৎসব উদযাপন উপলক্ষে বুধবার প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়। 

 

সভায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে আগামী ১১এপ্রিল শহরে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে বিজু, বিষু, বিহু, বৈসু এবং সাংগ্রাই উৎসব উদযাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। এ সময় পরিষদের সদস্যবৃন্দ, মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেন, নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ, সহকারি প্রকৌশলী পরাক্রম চাকমা, হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা আবুুল মনসুর চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা, জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা, রাঙামাটি ক্ষু নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক রনেল চাকমা, চাঁদ রায়, সুগত চাকমা, সাগরিকা রোয়াজা, মুজিবুল হক বুলবুল ও মৃত্তিকা চাকমা উপস্থিত ছিলেন।

 

সভায় পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পাহাড়ী সম্প্রদায়ের প্রধান সামাজিক ও প্রাণের উৎসব বিজু, বিষু, বিহু, বৈসু এবং সাংগ্রাই উৎসবকে আরও প্রাণবন্ত করতে এবং পাহাড়ীদের সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বের মাঝে তুলে ধরতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে আগামী ১১এপ্রিল সকালে রাঙামাটি সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে জেলায় বসবাসরত পাহাড়ী সম্প্রদায়ের নিজস্ব পোশাক পরে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হবে। র‌্যালীটি শহরের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনষ্টিটিউট প্রাঙ্গণে গিয়ে শেষ হয়ে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত