বান্দরবানের লামায় ৭৯ পিচ ইয়াবাসহ আনোয়ার হোসেন রাজু(২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৩ ঘটিকার সময় আজিজ নগর চেয়ারম্যানপাড়া আনোয়ার হোসেন রাজু’র বাড়ীতে অভিযান চালিয়ে এ ইয়াবা উদ্ধার করা হয়।
আজিজ নগর পুলিশ ফাঁড়ির আই.সি মোঃ ইউনুচ মিয়া জানান,ইয়াবা মজুদ আছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আজিজ নগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চেয়ারম্যান পাড়ার এনায়েত হোসেনের পুত্র আনোয়ার হোসেন(২৫) এর বাড়ীতে শনিবার রাত সাড়ে ৩ ঘটিকার সময় অভিযান চালানো হয়। এ সময় আনোয়ার হোসেনের সোয়র কক্ষ থেকে ৭৯ পিচ ইয়াবা জব্দ করে তাকে আটক করা হয়। আটক আনোয়ার হোসেন রাজুকে ও ৭৯ পিচ ইয়াবাসহ লামা থানায় চালান দেওয়া হয়েছে।
লামা থানার উপপরিদর্শক (এসআই) মোঃ রবিউল হোসেন আজিজ নগর থেকে ইয়াবা উদ্ধারের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এ ব্যপারে লামা থানায় মাদক দ্রব্য আইনে মামলা রুজু হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.