নির্মলেন্দু চৌধুরী মেমোরিয়্যাল ফাউন্ডেশনের ত্রি-বার্ষিক সাধারণ পরিষদ সভা অনুষ্ঠিত

Published: 05 Mar 2016   Saturday   

রাঙামাটির শাহ্ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন নির্মলেন্দু চৌধুরী মেমরিয়্যাল ফাউন্ডেশনের ত্রি-বার্ষিক সাধারণ পরিষদ সভা ও বার্ষিক বনভোজন শনিবার অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটির কেল্ল্যামুড়া ইকোটিলা স্পটে  আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রণজিৎ কুমার বড়ুয়া এবং বিগত তিন বছরে বাস্তবায়িত কার্যক্রমের প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক আরিফুর রহমান মানিক।

 

এ সময় ফাউন্ডেশনের সহ-সভাপতি ডাঃ নূপুর কান্তি দাশ, মোঃ জাকির হোসেন সেলিমসহ অন্যান্য সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন সমাজকল্যাণ সম্পাদক মোঃ তাওফিক হোসেন কবীর।

 

এর আগে শাহ্ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রয়াত প্রধান শিক্ষক নির্মলেন্দু চৌধুরী, সহকারী শিক্ষিকা হেনা ত্রিপুরা ও সম্প্রতি সহকারী শিক্ষিকা নাহরীন জান্নাত মুন্নিসহ প্রাক্তন শিক্ষক, শিক্ষার্থীবৃন্দদের বিদেহী আত্নার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। 

 

সভায় গঠনতন্ত্রের আলোকে আগামী ৩বছরের জন্য ২১সদস্য বিশিষ্ট একটি কার্যকরি পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়। এতে সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা রনজিৎ কুমার বড়–য়া, সিনিয়র সহ-সভাপতি ডাঃ নূপুর কান্তি দাশ, সহ-সভাপতি জয়নাল আবেদিন, আশিষ কুমার দে, জাকির হোসেন সেলিম, আবদুল শুক্কুর, সাধারণ সম্পাদক আরিফুর রহমান মানিক, যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাডঃ রাজিব চাকমা, রেজাউল করিম চৌধুরী, চন্দনা বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক এ্যাড তোষণ চাকমা, অর্থ সম্পাদক মোঃ জাকির হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক  মোঃ তাওফিক হোসেন কবীর, শিক্ষা বিষয়ক সম্পাদক মলয় কুমার ত্রিপুরা, দপ্তর সম্পাদক মনোজ ত্রিপুরা, প্রচার সম্পাদক লিটন চন্দ্র শীল, কার্য নির্বাহী সদস্য সনজিৎ চৌধুরী, শংকর দে, শফিজুল ইসলাম, উসাংমং রাখাইন ও মোঃ শফিকুল ইসলাম  নির্বাচিত করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত