রাঙামাটি শিশু পার্ক চালুর দাবিতে মানববন্ধন

Published: 06 Mar 2016   Sunday   

অবিলম্বে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে শিশু পার্ক চালুর দাবিতে রোববার রাঙামাটিতে মানববন্ধন করেছে ‘ইয়থ’ নামের একটি সংগঠন।

 

শহরের রিজার্ভ বাজারস্থ রাঙামাটি পার্কের সামনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে বিভিন্ন পেশা শ্রেনীর লোকজন অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্যে রাখেন রাঙামাটি শিশু নিকেতনের অধ্যক্ষ মোস্তফা কামাল, তৈয়বিয়া আইডিয়াল স্কুলের অধ্যক্ষ আকতার হোসেন চৌধুরী,দৈনিক পার্বত্য চট্টগ্রাম সম্পাদক ফজলে এলাহী,ইয়থ এর পরিচালক সাইফুল বিন হাসান প্রমূখ।

 

বক্তারা বলেন, দীর্ঘদিন যাবত অযত্ন আর অবহেরায় পড়ে থাকা রাঙামাটি পার্কটি এখন মাদকের আখড়ায় পরিণত হয়েছে। অথচ শহরে শিশুদের বিনোদনের জন্য কোন পার্ক নেই। বক্তারা অবিলম্বে পার্কটি চালু করে রাঙামাটির শিশুদের সুস্থ বিনোদন নিশ্চিত করার দাবি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত