লামায় আর্ন্তজাতিক নারী দিবস পালিত

Published: 07 Mar 2016   Monday   

আর্ন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সোমবার লামা উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

 

লামায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক দিলিপ কুমার বনিক।

 

এসময় লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ, লামা উপজেলা চেয়ারম্যান  থোয়ইনু অং চৌধুরী, লামা পৌরসভা মেয়র মোঃ জহিরুল ইসলাম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত সদস্য মোস্তফা জামাল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুষমিতা খিসাসহ উপজেলায় কর্মরত এনজিও একতা মহিলা সমিতি, গ্রাউস, সূর্যের হাসি ক্লিনিক, ইকো, ভাপসাসহ উপজেলার বিভিন্ন নিবন্ধিত স্বেচ্চাসেবী সংগঠনের কর্মকর্তা ও লামা ইসলামিয় ফাজিল  মাদ্রাসার  শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, নারীদের সম্মান দিলে নিজেদের সম্মান বাড়বে। নারী নির্যাতন প্রতিরোধে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। মেয়েদের শিক্ষার ক্ষেত্রে সরকার অগ্রণী ভূমিকা পালন করছে। তাই  আমাদের সকলকে এ গিয়ে এসে নারীদের সূরক্ষা করে দেশের প্রতিটি ক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত