লংগদুতে একই গাছের মধ্যে সপ্তম শ্রেণীর ২ স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ

Published: 08 Mar 2016   Tuesday   

রাঙামাটির লংগদু উপজেলার ভাসাইন্যাদম ইউনিয়নের চাইল্যাতলী গ্রামে মঙ্গলবার একই গাছে ফাঁস লাগিয়ে সপ্তম শ্রেণীর দুই বিদ্যালয় ছাত্রীর মৃত্যু হয়েছে। তারা হল ময়না আক্তার ও নুর ভানু।


পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বিদ্যালয় থেকে টিফিন ছুটিতে সপ্তম শ্রেনীর ছাত্রী চাইল্যাতলী সরকারী প্রাইমারী বিদ্যালয়ের একই ক্লাশের ছাত্রী দিন মজুর হযরত আলীর ১২ বছর বয়সী মেয়ে ময়না আক্তার ও নুরুল ইসলাম নুরুর একই বয়সী মেয়ে নুর ভানু বিদ্যালয়ে কাউকে না জানিয়ে বাড়িতে চলে যায়। দুজনের বাড়ী বিদ্যালয় থেকে আধা কিলোমিটার দুরত্বে ১০নং রাঙ্গাপানি ছড়া এলাকায়। দুপুরে কোন এক সময় বাড়ীর ২ থেকে ৩শ গজ দুরত্বে অবস্থিত একটি আম গাছে নিজেদের ওড়না গলায় জড়িয়ে ফাঁস দিয়ে দুজনের মৃত্যু হয়। এ ঘটনার সময় তাদের বাড়ীতে কোন লোকজন ছিলেন না।

 

অভিভাবকরা খোজাখুজির এক পর্যায়ে গাছে ঝুলন্ত অবস্থায় তাদের দুই সন্তানকে দেখতে পায়। তবে কি কারণে তারা গলায় ফাঁস লাগিয়ে মারা গেছে কেউই কিছু বলতে পারছে না। পুলিশ ঘটনাস্থলে গেছে। পুলিশ ঘটনাস্থলে গেছে।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুল ইসলাম জানান, দুই ছাত্রী বিদ্যালয়ের থাকার সময় শান্ত ও হাসিখুশি ছিল। তাদের সাথে কারোর সাথে বিরোধ ও ঝগড়াঝাটি ছিল না।  তিনি আরো জানান, ২০১৪ সালে চাইল্যাতলী সরকারী প্রাইমারী বিদ্যালয়ে অষ্টম শ্রেনী পর্ষন্ত ক্লাশ চালু হয়।


ভাসাইন্যাদম ইউপি চেয়ারম্যান মোঃ জহির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,দুই ছাত্রীর সাথে কারোর কোন বিরোধ ও ঝগড়াঝাটি ছিল না। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওনা দিয়েছে। ঘটনাস্থলে গেলে বিস্তারিত জানা যাবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত