বিলাইছড়িতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

Published: 08 Mar 2016   Tuesday   
no

no

“অধিকার, মর্যাদায়: নারী-পুরুষ সমানে সমান” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার বিলাইছড়িতে আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে।

 

এনজিও সংস্থা সিএইচটিডিএফ-ইউএনডিপি, সিআইপিডি, টংগ্যা, ব্র্যাক ও জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অমৃতসেন তঞ্চঙ্গ্যা। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন  উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল হাকিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রূপম চাকমা, জাতীয় মহিলা সংস্থার চেয়ার পার্সন রিতা চাকমা, টংগ্যার শিক্ষা প্রকল্প সমন্বয়কারী মানবাশীষ চাকমা ও সিআইপিডি’র মনিটরিং ও ইভ্যালিউয়েশন অফিসার সঞ্চয় দত্ত চাকমা। এর আগে একটি র‌্যালী  বের করা হয়।

 

অপরদিকে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি বিলাইছড়ি থানা শাখার উদ্যোগে বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে দিবসটি উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে র‌্যালী শেষে সমাবেবেশ অনুষ্ঠিত হয়। মহিলা সমিতি বিলাইছড়ি থানা শাখার  সভাপতি অরুনাদেবী চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেএসএস বিলাইছড়ি থানা শাখার সভাপতি শুভ মঙ্গল চাকমা। বিলাইছড়ি থানা মহিলা সমিতির সাংগঠনিক সম্পাদক স্বপ্না তঞ্চঙ্গ্যার  সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহিলা সমিতির সাধারণ সম্পাদক উৎপলা চাকমা, জেএসএস নেতা  চন্দ্রলাল চাকমা (রাহুল), শিপু চাকমা, আলোময়তঞ্চঙ্গ্যা, উত্তম চাকমা প্রমুখ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত