রাঙামাটিতে আর্ন্তজাতিক নারী দিবসের গ্রীনহীলের অংশ গ্রহন

Published: 08 Mar 2016   Tuesday   

মঙ্গলবার রাঙামাটি সদর উপজেলাধীন বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রীনহিল ও মহিলা অধিদপ্তরসহ সরকারী ও বেসরকারী   বিভিন্ন বিভাগের  সমন্বয়ে আর্ন্তজাতিক নারী দিবস  যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয় ।

 

এ উপলক্ষ্যে রাঙামাটি পৌরসভা চত্বর  থেকে রাঙামাটি জেলা কার্যালয় প্রাঙ্গন পর্যন্ত  একটি বর্নাঢ্য  র‌্যালীর  বের করা হয়। এতে র‌্যালীর নেতৃত্ব  দেন জেলা প্রশাসক জনাব মো: সামসুল আরেফিন।

 

 আর্ন্তজাতিক নারী দিবসের প্রতিপাদ্য বিষয়ের আলোকে র‌্যালীতে বিভিন্ন ব্যানার,ফেষ্টুন ও প্লে কার্ড - নারীর অধিকার বিষয়ক  লেখা অংশগ্রহন করীরা বহন করেছে এবং এবারের প্রতি পাদ্য বিষয় ছিল - অধিকার , মর্যাদায় নারী -পুরুষ সমানে সমান।

 

মানুষের জন্য ফাউন্ডেশান-এর আর্থিক সহাযতায় ,গ্রীনহিল স্পীড প্রকল্প  কর্তৃক পরিচালিত রাঙামাটি সদর উপজেলাধীন  আলুটিলা উলুছড়া প্রাথমিক বিদ্যালয়ের মা-দল ও  মর্যাদা গড়ি সমতা কার্যক্রমের অংশ  হিসেবে  আর্ন্তজাতিক  নারী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহন করেন। এতে উপস্থিত ছিলেন রাঙামাটি সদর উপজেলার গ্রীনহিল স্পীড প্রকল্পের উপজেলা  মাঠ পর্যায়ের কর্মকর্তা  ও প্রকল্প কর্মকর্তারা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত