লামায় তৃতীয় শ্রেণীর দুই জমজ শিশু অপহৃত

Published: 09 Mar 2016   Wednesday   

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছোটপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীতে পড়ুয়া ২ জমজ ভাই অপহৃত হয়েছে। বিদ্যালয় ছুটির পর বাড়ীতে যাওয়ার পথে মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় কালির ঝিরি এলাকা থেকে  তাদের অপহরণ করা হয়।

 

অপহৃত শিশুরা হল ছোট পাড়ার উহ্লামং মার্মার জমজ পুত্র অংনাইংচি মার্মা(১৩) ও অংনাইং চো(১৩) মার্মা । অপহরণকারীরা মোবাইল ফোনে এক লক্ষ টাকা চাঁদা  দাবী করেছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

 

ছোট পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সাজেদা আক্তার জানিয়েছেন, বিকাল সোয়া ৪টায় বিদ্যালয় ছুটি হয়। ছুটির ১০ মিনিট পরই অপহরণের খবর পান।

 

শিশুদের পিতা উহ্লামং মার্মা তার ছেলেদের অক্ষত অবস্থায় ফেরত দেওয়ার দাবী জানিয়েছেন।

স্থানীয় ইউপি মেম্বার আপ্রুচিং মার্মা জানান, শিশুদের পরিবারের সাথে অপহরণকারীরা মোবাইলে যোগাযোগ রক্ষা করে চলেছে। তবে তাদের অবস্থান জানা যায়নি।

 

লামা থানা অফিসার ইনচার্জ ইকবাল হোসেন অপহরণ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন অপহৃত শিশুর পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোন অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশ শিশুদের উদ্ধারে প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত