খাগড়াছড়িতে শুরু হয়েছে পার্বত্য মন্ত্রণালয় ফুটবল টূর্ণামেন্ট

Published: 09 Mar 2016   Wednesday   

বুধবার খাগড়াছড়ি  পার্বত্য মন্ত্রণালয় ফুটবল টুর্ণামেন্ট উদ্ধোধন করা হেয়েছে। 

 

খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্ণামেন্টে পায়রা ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টর  উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরা।

 

খাগড়াছড়ির জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার স.ম মাহবুব উল আলম, পুলিশ সুপার মজিদ আলী, জেলা পরিষদ  সদস্য ও খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নক আউট পদ্ধতির এ খেলায় জেলার ৮টি দল অংশ নিয়েছে।

 

উদ্বোধনী খেলায় দীঘিনালা উপজেলা একাদশ মাটিরাঙা উপজেলা একাদলের  মধ্যে  অনুষ্ঠিত হয়। এতে খেলার প্রথমার্ধে দীঘিনালা ১-০ গোলে এগিয়ে থাকল্ওে দ্বিতীয়ার্ধে সমতায় নিয়ে আসে মাটিরাঙ্গা উপজেলা দল। পরে ট্রাইবেকারে  মাটিরাঙ্গা উপজেলা দল ৫-৪ গোলে দীঘিনালা উপজেলা দলকে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের শুভ  সুচনা করে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত