পার্বত্য সচিবের সাথে খাগড়াছড়ি পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের মত বিনিময়

Published: 09 Mar 2016   Wednesday   

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরা’র সাথে নব নির্বাচিত  খাগড়াছড়ি পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার স›দ্ধ্যায় টাউন হল মিলনায়তনে এ সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো: রফিকুল আলম।  বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ (যুগ্ম-সচিব), জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার মো: মজিদ আলী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: রইস উদ্দিন, টাস্কফোর্স সদস্য এসএম শফি এবং বিশিষ্ট ব্যবসায়ী পুরুষোত্তম চাকমা।

 

সংস্কৃতিকর্মী প্রভাত তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবক বিভূতি রঞ্জন চাকমা, সাংবাদিক মো: আজিমুল হক এবং শিক্ষিকা শিপন আক্তার।

 

অনুষ্ঠানে পৌরসভার সাধারন জনগনের পক্ষে পৌর মেয়র মো: রফিকুল আলম প্রধান অতিথি নববিক্রম কিশোর ত্রিপুরাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

 

পরে নববিক্রম কিশোর ত্রিপুরা পৌরসভা পরিচালিত বেকারত্ব দূরীকরণ প্রকল্পের সুবিধাভোগীদের সেলাই ও কম্পিউটার প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ পত্র বিতরণ করেন। 

 

এসময় এলাকার ৯টি ওয়ার্ডের কাউন্সিলর কাউন্সিলরসহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা  শেষে এক  মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত