জুরাছড়িতে দুর্যোগ প্রস্ততি সভা অনুষ্ঠিত

Published: 10 Mar 2016   Thursday   

বৃহস্পতিবার জুরাছড়ি উপজেলায় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

 

উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান সভাপতিত্বে বিশেষ অতিথি পানছড়ি ভূবন জয় সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রিতা চাকমা,সাংবাদিক সুমন্ত চাকমা।

 

বক্তারা বলেন,পার্বত্য এলাকায় জুম চাষের নামে পাহাড়ে বিভিন্ন প্রজাতির গাছ-পালা নির্বিচারে কাটে ফেলা হচ্ছে। ফলে এসব এলাকায় দিন দিন পানিয় জলের প্রকট সংকট দেখা দিচ্ছে।

 

বক্তারা পাহাড়ী এলাকায় সচেতনতার অভাবে ফাল্গুন মাসে জুমের অগ্নি শিখারয় নিজের বসতি ঘর ও প্রান হারাতে হয় অনেকের। পাহাড়ে নির্বিচারে গাছ-পালা কাটা বন্ধ ও জুমে আগুন দেওয়ার আগে বাড়ীর নিরাপত্তা বিষয়টি নিশ্চিত করতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত